আখাউড়ায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে মোঃ শাহজালাল নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের মৌরাল বিলে এ অভিযান পরিচালনা করা হয়। মোঃ শাহজালাল উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের কানু মিয়ার পুত্র। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন।
আদালত সূত্রে জানা গেছে, একটি ভূমিদস্য চক্র ধরখারের মৌরাল বিল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন ওই বিলে অভিযানে গিয়ে একটি ড্রেজার দিয়ে বিলের মাটি কাটতে দেখেন। পরে মাটি কেটে বিলের গভীর গর্ত সৃষ্টি করায় ড্রেজার মালিক শাহজালাল মিয়াকে এক লক্ষ টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন ধরখার ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ সাজেদুর রহমান। আদালতকে সহযোগিতা করেন পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মুচলেকা দিয়ে ড্রেজারটি ফেরত দেওয়া হয়েছে। কৃষি জমি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
https://youtu.be/-hYBHoY30mA?si=8GbbMKEsVqHd0FE3
সম্পাদক ও প্রকাশক, মোঃ কেফায়েত উল্লাহ শরীফ, এলএলবি অনার্স। নির্বাহী সম্পাদক, সাদিয়া সুলতানা জোনাকি। সহ-নির্বাহী সম্পাদক, ডাঃ রোকেয়া বেগম। বার্তা সম্পাদক-শাহনেওয়াজ শাহ, বিএসসি অনার্স, উদ্ভিদবিজ্ঞান।সহ-বার্তা সম্পাদক, এডভোকেট সফর আলী, এলএলএম, একাউন্টিং মাস্টার্স। ইসলামি বার্তা সম্পাদক, মাওলানা সৈয়দ মোঃ আজিজুল ইসলাম, কামিল মাস্টার্স। সহ-সম্পাদক, মোঃ বোরহান উদ্দিন, ইংলিশ অনার্স মাস্টার্স। সহ-সম্পাদক, এডভোকেট মোহাম্মদ মিসবাহ উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আইন বিষয়ক উপদেষ্টা, এডভোকেট মোঃ হাদিউল হক,সিনিয়র আইনজীবী, ঢাকা জজকোর্টে। উপদেষ্টা-এডভোকেট ইশতিয়াক আহমেদ, এলএলএম, অনার্স মাস্টার্স।
অফিস: এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ই পেপার