নবীনগরে টেকনিক্যাল কলেজ ও ফ্রি হাসপাতাল স্থাপন করবেন প্রবাসী ব্যবসায়ী নজরুল ইসলাম নজু
- Update Time : ০৫:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ২৮ Time View
জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি , ১৯ অক্টোবর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক প্রবাসী উদ্যোক্তার উদ্যোগে গড়ে উঠতে যাচ্ছে দুটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান—একটি আধুনিক টেকনিক্যাল কলেজ এবং একটি বিনামূল্যের হাসপাতাল। সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম নজু নিজ অর্থায়নে এই দুটি প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নবীনগরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নজরুল ইসলাম নজু জানান, দীর্ঘ প্রবাসজীবনে তিনি উপলব্ধি করেছেন—কারিগরি শিক্ষাই তরুণ প্রজন্মের অর্থনৈতিক স্বাধীনতার মূল চাবিকাঠি। তাঁর ভাষায়, “নবীনগরের তরুণরা যেন বিদেশ না গিয়েও আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতার মাধ্যমে ঘরে বসেই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে, সেটাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “নবীনগরের কেউ যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। এজন্য আমি এমন একটি হাসপাতাল নির্মাণ করতে চাই, যেখানে চিকিৎসা, ওষুধ, পরীক্ষা—সবই থাকবে সম্পূর্ণ বিনামূল্যে।”
সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণের অঙ্গীকার নিয়েই তিনি দেশে ফিরে কাজ করতে চান বলে জানান নজরুল ইসলাম নজু।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল। উপস্থিত ছিলেন বাংলা টিভি ও প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিবেদক পিয়াল হাসান রিয়াজ, দৈনিক বর্তমান ও সকালের সময়ের প্রতিনিধি মো. সফর মিয়া, এনটিভি অনলাইনের করসপন্ডেন্ট কাউছার আলম, সাংবাদিক আব্দুল হাদী, মুমিনুল হক রুবেল, অলি উল্লাহ, আবু হাসান আপনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।









