Dhaka ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বহুতল ভবনে ভয়াবহ আগুন, প্রান গেল অবসরপ্রাপ্ত কর্মকর্তার

স্টাফ রিপোর্ট শাহনেওয়াজ শাহ
  • Update Time : ১১:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / ৪৬ Time View

 

  • বহুতল ভবনে ভয়াবহ আগুন, প্রান গেল অবসরপ্রাপ্ত কর্মকর্তার

ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভী পাড়ায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে শহরের দেওয়ান প্লাজা নামের ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ ফরহাদ উদ্দিন আহমদ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক এডুকেশন ডিরেক্টর ছিলেন। তাঁর গ্রামের বাড়ি আখাউড়া উপজেলার আজমপুর গ্রামে। তিনি পরিবারসহ ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, ভোর ৪টা ১২ মিনিটে ৯৯৯ নম্বরে কল পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ও আশুগঞ্জের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর কক্ষ তল্লাশি করে শাহ ফরহাদ উদ্দিন আহমদের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ভোররাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর দিতে বিলম্ব হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় পরিবারের অন্য সদস্যরা নিরাপদে বের হতে পারলেও শারীরিকভাবে অসুস্থ শাহ ফরহাদ উদ্দিন কক্ষের ভেতরেই আটকা পড়েন। উদ্ধারকাজে অংশ নেওয়া এক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বহুতল ভবনে ভয়াবহ আগুন, প্রান গেল অবসরপ্রাপ্ত কর্মকর্তার

Update Time : ১১:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

 

  • বহুতল ভবনে ভয়াবহ আগুন, প্রান গেল অবসরপ্রাপ্ত কর্মকর্তার

ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভী পাড়ায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে শহরের দেওয়ান প্লাজা নামের ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ ফরহাদ উদ্দিন আহমদ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক এডুকেশন ডিরেক্টর ছিলেন। তাঁর গ্রামের বাড়ি আখাউড়া উপজেলার আজমপুর গ্রামে। তিনি পরিবারসহ ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, ভোর ৪টা ১২ মিনিটে ৯৯৯ নম্বরে কল পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ও আশুগঞ্জের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর কক্ষ তল্লাশি করে শাহ ফরহাদ উদ্দিন আহমদের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ভোররাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর দিতে বিলম্ব হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় পরিবারের অন্য সদস্যরা নিরাপদে বের হতে পারলেও শারীরিকভাবে অসুস্থ শাহ ফরহাদ উদ্দিন কক্ষের ভেতরেই আটকা পড়েন। উদ্ধারকাজে অংশ নেওয়া এক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।