আখাউড়ায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে মোঃ শাহজালাল নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের মৌরাল বিলে এ অভিযান পরিচালনা করা হয়। মোঃ শাহজালাল উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের কানু মিয়ার পুত্র। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন। আদালত সূত্রে জানা গেছে, একটি ভূমিদস্য চক্র ধরখারের মৌরাল বিল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন ওই বিলে অভিযানে গিয়ে একটি ড্রেজার দিয়ে বিলের মাটি কাটতে দেখেন। পরে মাটি কেটে বিলের...
Developed by BDITHOST