বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের বিচার করতে হবে। যাদের গুম করা হয়েছিল এবং এখনো যারা গুম রয়েছেন সেসব অপরাধের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচারকাজ আস্তে আস্তে হোক আমাদের আপত্তি নেই। তবে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনে খুনের বিচারে কোনো আপস নয়, প্রতিটা খুনের বিচার হতে হবে। আমরা ন্যায় বিচার চাই,বৈষম্য চাই না। শনিবার (১লা ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা শহরের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে আমীর বলেন, সারাদেশে কতজন খুন হয়েছেন তার সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। কেমনে পাওয়া যাবে, সেদিন ইন্টারনেট বন্ধ করে দিয়ে যে হত্যাকান্ড চালিয়েছে,মানুষকে মেরে পুড়িয়ে ছাঁই করে দিয়েছে তাদের হিসাব মিলবে কেমনে। এখনো হাসপাতালে...
Developed by BDITHOST