টুঙ্গীপাড়া কর্ফা বিলে অবৈধ ড্রেজার বালু উত্তোলন কার্যক্রম, ফসলি জমি ধ্বংস l গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের কর্ফা বিলে চলছে অবৈধভাবে আত্মঘাতী ড্রেজারের ব্যবহার, যার ফলে বিলের মাটি খুঁড়ে উত্তোলন করা হচ্ছে। তবে, এসব কার্যক্রমে আশেপাশের জমির মালিকরা ভূমিধসের আতঙ্কে আছে জমির বড় ধরনের ক্ষতি হচ্ছে, পাশাপাশি জমির মালিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, পাকুরিয়া গ্রামের কারিম শেখ নামের এক ব্যক্তি ১৫ একর জমির ওপর এ ধরনের ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলন করছে। এর ফলে বিলের জমি নষ্ট হচ্ছে এবং বাঁশবাড়িয়া গ্রামের সোহরাব শেখ নামে এক জমির মালিক তার মাছের ঘেরে এই অবৈধ আত্মঘাতী ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করছে। যার ফলে আশেপাশের জমির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।স্থানীয় আরিফ নামের এক জমির মালিক বলেন অবৈধভাবে ঘের থেকে এই বালি উত্তোলন...
Developed by BDITHOST