ঢাকার সৌদিয়া হোটেলের আগুনে বিজয়নগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের মৃত্যু।

- Update Time : ১১:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ১১৬ Time View

ঢাকার সৌদিয়া হোটেলের আগুনে বিজয়নগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
রাজধানীর শাহজাদপুরে বীরউত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউয়ে (সৌদিয়া) আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে সোমবার চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমদাদ সাগর (৩২) এর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রওশন আলী।
এমদাদ সাগর বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মৃত জারু মিয়ার ছেলে। এমদাদ সাগর বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
ওসি জানান, গুলশান থানার পুলিশ কল দিয়ে পাসপোর্টের ছবি পাঠিয়েছে। পরে এই ঠিকানায় পুলিশ পাঠিয়ে খবর নিয়েছি। কিভাবে মৃত্যু হয়েছে বিষয়টি ঢাকাতে হওয়ায় জানেন না বলে ওসি জানান।
মৃতের মামাতো ভাই লিটন মুন্সি জানান, ১মাস আগে সাগর মালয়েশিয়ায় যান সেখান থেকে আবার শ্রীলংকায় গিয়ে গত ২তারিখ দেশে এসে সৌদিয়া হোটেলে উঠে। হোটেলে রাতে আগুন লাগলে আহত অবস্থায় সাগরকে ঢাকা মেডিকেল নিয়ে যায়। গুলশান থানার পুলিশ আজ সাগরের মৃত্যু হয়েছে বলে জানান। তিনি জানান, বাড়ির মানুষ কেউ জানতো না হাসপাতালে ভর্তি আজকে পুলিশ জানানোর ফলে জানতে পেরেছেন মৃত্যুর বিষয়টি।
উল্লেখ্য,
রাজধানীর শাহজাদপুরে বীরউত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউয়ে (সৌদিয়া) আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে সোমবার চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোটেল সৌদিয়া নামের ছয়তলা ওই ভবনে দুপুর ১২টার দিকে হঠাৎ আগুন লাগে। এ সময় ভেতরে থাকা অনেকে কাচের দেয়াল ভেঙে লাফিয়ে নিচে নামেন। প্রাণ বাঁচাতে ছাদে যাওয়ার চেষ্টা করছিলেন তিনজন। কিন্তু গেট তালাবদ্ধ থাকায় তাদের মুখোমুখি হতে হয় চরম নির্মমতার।
আরেকজনের লাশ পাওয়া যায় এক কক্ষের শৌচাগারে। মৃতদের চারজনই পুরুষ। এর মধ্যে সোমবার পর্যন্ত মিরন জোয়ারদার নামে একজনের পরিচয় জানা গেছে। প্রবাসগামী ছেলেকে বিদায় দিতে পিরোজপুর থেকে সকালেই ঢাকায় এসেছিলেন তিনি।