ঢাকার সৌদিয়া হোটেলের আগুনে বিজয়নগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের মৃত্যু স্টাফ রিপোর্টার রাজধানীর শাহজাদপুরে বীরউত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউয়ে (সৌদিয়া) আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে সোমবার চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমদাদ সাগর (৩২) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রওশন আলী। এমদাদ সাগর বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মৃত জারু মিয়ার ছেলে। এমদাদ সাগর বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ওসি জানান, গুলশান থানার পুলিশ কল দিয়ে পাসপোর্টের ছবি পাঠিয়েছে। পরে এই ঠিকানায় পুলিশ পাঠিয়ে খবর নিয়েছি। কিভাবে মৃত্যু হয়েছে বিষয়টি ঢাকাতে হওয়ায় জানেন না বলে ওসি জানান। মৃতের মামাতো ভাই লিটন মুন্সি জানান, ১মাস আগে সাগর মালয়েশিয়ায় যান...
Developed by BDITHOST