নাসিরনগরে শালিস সংঘর্ষ: হত্যার দুই পলাতক আসামি র্যাবের হাতে ধরা
- Update Time : ১০:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ৩৬ Time View
জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি , ১৯ অক্টোবর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গত ২৪ সেপ্টেম্বর শালিস বৈঠকে সংঘর্ষে নিহত আমির আলীর হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১৯ অক্টোবর) ভোররাতে ঢাকার মিরপুর চিড়িয়াখানা এলাকায় র্যাব-৯, র্যাব-৪ এবং ব্রাহ্মণবাড়িয়ার যৌথ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
র্যাব-৯, সিলেট ব্যাটালিয়নের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন, নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত জাহের উদ্দিনের ছেলে মো. জালালউদ্দিন (৪০) এবং মৃত নূর হোসেনের ছেলে মো. ছাফিলউদ্দিন (৪২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলার বিষয়বস্তু মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দাঁতমন্ডল এলাকায় শালিস বৈঠক বসে। বৈঠকের সময় বিবাদী পক্ষ উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র—দা, লাঠি, লোহার রড—ধরিয়ে ভিকটিম আমির আলীর ওপর হামলা চালায়। গুরুতর আহত আমির আলীকে স্থানীয়রা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর ঘটনায় আমির আলীর মা নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। র্যাবের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয় এবং রাত ১টা ২০ মিনিটে অভিযান চালিয়ে মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।









