বিরোধ মিটাতে বলায় বৃদ্ধ চাচাকে পিটিয়ে হত্যা করলো ভাতিজা। স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরল উপজেলায় মো: আমজাদ আলী (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। গতকাল রোববার রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আমজাদ আলী ওই এলাকার মৃত মোগল আলীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আমজাদ আলীর ছোট ভাই আহম্মেদ আলী। আহম্মেদ আলীর দুই ছেলে আব্দুর রহমান ও মন্নাফের মধ্যে বিরোধ চলে আসছিল বহুদিন ধরে। গতকাল রোববার এই বিষয় নিয়ে আব্দুর রহমান ও মন্নাফের মধ্যে আবার বাকবিতণ্ডা হয়৷ ইফতারের পর ভাতিজা আব্দুর রহমানকে জিজ্ঞেস করতে যান বৃদ্ধ আমজাদ আলী এবং বিরোধ মিটিয়ে ফেলতে বলেন। এসময় উত্তেজিত হয়ে আব্দুল রহমান, তার শ্যালক রুবেল, কালা মিয়া, তাহার স্ত্রী নুরজাহান ও...
Developed by BDITHOST