ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়, এতে আহত হয় ২ জন। পেটুয়াজুরী গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে বিল্লাল হোসেন, ইছাপুরা গ্রামের মহররম আলীর ছেলে জীবন মিয়া। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলে আসেন। ২১শে ফেব্রুয়ারি (শুক্রবার) বিজয়নগর উপজেলার শহীদ মিনারে দলটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। বিজয়নগরে উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পুষ্পস্তবক অর্পণ করেন, এরপর উপজেলা ছাত্রদল ফুল দিতে গেলে বিএনপি’র অন্য একটি গ্রুপ যাহা কবির গ্রুপ নামে পরিচিত, তারা ফুল আগে দিবে বলে তর্কে জড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান বিএনপি ফুল দেওয়ার পর শ্যামল গ্রুপের ছাত্রদল ফুল...
Developed by BDITHOST