বিজয়নগরে মামলার আসামি যুবলীগ নেতা কাউছার গ্রেপ্তার, তোলপাড় রাজনৈতিক মহলে
- Update Time : ১২:৫৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ৭ Time View
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের নেতা মোঃ কাউছার ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে দিকে উপজেলার নিজ বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় পূর্বের একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বললেও পুলিশ বলছে, পুরো বিষয়টি আদালতের নির্দেশে করা হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, “মামলার পরিপ্রেক্ষিতে কাউছার ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কাউছার ভূঁইয়া ইউনিয়ন পর্যায়ে যুবলীগের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে তার প্রভাব ছিল চোখে পড়ার মতো।









