Dhaka ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়নগরে শতবর্ষী পুকুর রক্ষায় মানববন্ধন, পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা

ডেস্ক রিপোর্ট দৈনিক সময়ের জবাব
  • Update Time : ০৮:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ২২ Time View

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শতবর্ষী একটি ঐতিহ্যবাহী পুকুর রক্ষার দাবিতে আয়োজিত মানববন্ধন পুলিশের হস্তক্ষেপে সাময়িকভাবে স্থগিত হয়। এতে এলাকাবাসীর মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রোববার (২ নভেম্বর) বিকেলে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাজার এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শত বছরেরও বেশি সময় ধরে সাতবর্গ এলাকার পুকুরটি স্থানীয়দের গোসল, ওজু ও নিত্যপ্রয়োজনে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি পুকুরটি ভরাটের উদ্যোগ নেওয়া হলে এলাকাবাসী এর প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন চলাকালে পুকুর ভরাটের পক্ষে থাকা কয়েকজনের সঙ্গে অংশগ্রহণকারীদের বাকবিতণ্ডা হয়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয়রা দাবি করেন, পুলিশের হস্তক্ষেপে ব্যানার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে, এতে সাময়িক উত্তেজনা দেখা দেয়।

অংশগ্রহণকারীরা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। আমাদের দাবি, ঐতিহ্যবাহী পুকুরটি সংরক্ষণ করা হোক। এটি শুধু ইতিহাস নয়, এলাকার পরিবেশ ও জীবনধারার অংশ।”

অন্যদিকে, ঘটনাস্থলে থাকা কয়েকজন গণমাধ্যমকর্মী জানান, ভিডিও ধারণের সময় কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলে তারা নিরাপদ স্থানে সরে যান।

স্থানীয় সচেতন মহল বলেন, শতবর্ষী এই পুকুর এলাকার পরিবেশ, পানি সরবরাহ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। জলাধার সংরক্ষণ আইন অনুসারে, এ ধরনের পুকুর ভরাট করা পরিবেশগতভাবে ক্ষতিকর এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য।

এ বিষয়ে জানতে চাইলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন,
“ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য কিছুটা অনভিজ্ঞ আচরণ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”

এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বলেন, “আমরা চাই পুকুরটি সংরক্ষিত হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই ঐতিহ্যের সুফল পায়।”

Tag :

Please Share This Post in Your Social Media

বিজয়নগরে শতবর্ষী পুকুর রক্ষায় মানববন্ধন, পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা

Update Time : ০৮:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শতবর্ষী একটি ঐতিহ্যবাহী পুকুর রক্ষার দাবিতে আয়োজিত মানববন্ধন পুলিশের হস্তক্ষেপে সাময়িকভাবে স্থগিত হয়। এতে এলাকাবাসীর মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রোববার (২ নভেম্বর) বিকেলে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাজার এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শত বছরেরও বেশি সময় ধরে সাতবর্গ এলাকার পুকুরটি স্থানীয়দের গোসল, ওজু ও নিত্যপ্রয়োজনে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি পুকুরটি ভরাটের উদ্যোগ নেওয়া হলে এলাকাবাসী এর প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন চলাকালে পুকুর ভরাটের পক্ষে থাকা কয়েকজনের সঙ্গে অংশগ্রহণকারীদের বাকবিতণ্ডা হয়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয়রা দাবি করেন, পুলিশের হস্তক্ষেপে ব্যানার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে, এতে সাময়িক উত্তেজনা দেখা দেয়।

অংশগ্রহণকারীরা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। আমাদের দাবি, ঐতিহ্যবাহী পুকুরটি সংরক্ষণ করা হোক। এটি শুধু ইতিহাস নয়, এলাকার পরিবেশ ও জীবনধারার অংশ।”

অন্যদিকে, ঘটনাস্থলে থাকা কয়েকজন গণমাধ্যমকর্মী জানান, ভিডিও ধারণের সময় কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলে তারা নিরাপদ স্থানে সরে যান।

স্থানীয় সচেতন মহল বলেন, শতবর্ষী এই পুকুর এলাকার পরিবেশ, পানি সরবরাহ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। জলাধার সংরক্ষণ আইন অনুসারে, এ ধরনের পুকুর ভরাট করা পরিবেশগতভাবে ক্ষতিকর এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য।

এ বিষয়ে জানতে চাইলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন,
“ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য কিছুটা অনভিজ্ঞ আচরণ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”

এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বলেন, “আমরা চাই পুকুরটি সংরক্ষিত হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই ঐতিহ্যের সুফল পায়।”