ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২টি কেন্দ্রে নকল মুক্ত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার: মোঃ কেফায়েত উল্লাহ শরীফ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার অধীনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় নিদারাবাদ ইউনিয়ন স্কুল এন্ড কলেজে মাধ্যমিক পরীক্ষা দুইটি কেন্দ্রে নকল মুক্ত পরিবেশে আজকের এসএসসি পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া তিতাস পূর্বে এই আধুনিক স্কুলটি নামের তালিকায় শীর্ষস্থানে রয়েছে, যে এই স্কুল থেকে প্রতি বছর ৯৫% ছাত্র-ছাত্রী পাস করে থাকেন। এটি একটি ব্রাহ্মণবাড়িয়া তিতাস পূর্বের গর্ব ও স্বনামধন্য স্কুল, যাহা ২৬৯ শতাংশ জায়গায় অবস্থিত। ওই সময় পরীক্ষার কেন্দ্রে উপস্থিত ছিলেন অত্র স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব, আব্দুল হান্নান মোঃ আজমল, কেন্দ্রের হল সুপার মোঃ শামসুল হক, স্কুল ও কলেজ সভাপতি এডভোকেট মোঃ ইমাম হোসেন, সহকারী...
Developed by BDITHOST