ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞ চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কোট মালখানা ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে আনুমানিক ৩ কোটি ৭১ লাখ ৯৩ হাজার ১০০ টাকার উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ৮ জানুয়ারি, বুধবার বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জালাল উদ্দিন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল আলম ও মোঃ শাখাওয়াত হোসেন এর উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে ১১০৪ কেজি গাঁজা, ৫২৮৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২০৯২ বোতল ফেনসিডিল, ৪৯৮ বোতল বিদেশি মদ, ৩১ লিটার চোলাই মদ, ৪ ক্যান বিয়ার ও অন্যান্য ১৫০ পিস মাদকদ্রব ধ্বংস করা হয়েছে।
Developed by BDITHOST