Dhaka ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীদের প্রতিবাদে অনির্দিষ্টকালের বাজার বন্ধ।

জহির শাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : ০৪:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ২৩ Time View

 

জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২৪ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ বাজারে ব্যবসায়ীরা প্রশাসনের লিজ নীতি ও নেতৃবৃন্দের হয়রানির প্রতিবাদে অনির্দিষ্টকালীন ধর্মঘট ঘোষণা করেছেন। আনন্দবাজারের ঐতিহ্যবাহী বাঁশ বাজারের লিজ বাতিল, ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম খোকনের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগমুলক মামলা প্রত্যাহারের দাবি প্রধান প্রেরণা হিসেবে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টা থেকে নিউমার্কেট, আনন্দ বাজার, সড়ক বাজার, লাখী বাজার ও টানবাজারে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। বিক্ষোভের অংশ হিসেবে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, আনন্দ বাজার মাছ ও শুঁটকি মহলের যুগ্ম সম্পাদক আবুল হাসানাত ভজন, সড়ক বাজারের ব্যবসায়ী মোখলেছ আহমেদ এবং অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল মালামাল ওঠানামার সুবিধার জন্য বাঁশ বাজার এলাকায় একটি ট্রাক টার্মিনাল স্থাপন করা হোক। কিন্তু প্রশাসন তাদের দাবি উপেক্ষা করে সম্প্রতি ৩৩ জনের নামে গোপনভাবে লিজ প্রদান করেছে। লিজ গ্রহীতাদের নামও প্রকাশ করা হয়নি।

নেতাদের দাবি, এই লিজ প্রদানের নামে জেলা প্রশাসক ও ইউএনও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। টাকার হিসাব গোপন রাখার জন্যই লিজ নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় সরকারি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে ব্যবসায়ীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সড়ক বাজারের ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম খোকনকে পুলিশ তার বাসা থেকে আটক করে।

ধর্মঘটের কারণে জেলার প্রধান পাঁচটি বাজার বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা ক্রেতারা পণ্য না পেয়ে বিপাকে পড়েছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, লিজ বাতিল ও আটক নেতার মুক্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীদের প্রতিবাদে অনির্দিষ্টকালের বাজার বন্ধ।

Update Time : ০৪:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

 

জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২৪ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ বাজারে ব্যবসায়ীরা প্রশাসনের লিজ নীতি ও নেতৃবৃন্দের হয়রানির প্রতিবাদে অনির্দিষ্টকালীন ধর্মঘট ঘোষণা করেছেন। আনন্দবাজারের ঐতিহ্যবাহী বাঁশ বাজারের লিজ বাতিল, ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম খোকনের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগমুলক মামলা প্রত্যাহারের দাবি প্রধান প্রেরণা হিসেবে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টা থেকে নিউমার্কেট, আনন্দ বাজার, সড়ক বাজার, লাখী বাজার ও টানবাজারে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। বিক্ষোভের অংশ হিসেবে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, আনন্দ বাজার মাছ ও শুঁটকি মহলের যুগ্ম সম্পাদক আবুল হাসানাত ভজন, সড়ক বাজারের ব্যবসায়ী মোখলেছ আহমেদ এবং অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল মালামাল ওঠানামার সুবিধার জন্য বাঁশ বাজার এলাকায় একটি ট্রাক টার্মিনাল স্থাপন করা হোক। কিন্তু প্রশাসন তাদের দাবি উপেক্ষা করে সম্প্রতি ৩৩ জনের নামে গোপনভাবে লিজ প্রদান করেছে। লিজ গ্রহীতাদের নামও প্রকাশ করা হয়নি।

নেতাদের দাবি, এই লিজ প্রদানের নামে জেলা প্রশাসক ও ইউএনও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। টাকার হিসাব গোপন রাখার জন্যই লিজ নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় সরকারি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে ব্যবসায়ীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সড়ক বাজারের ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম খোকনকে পুলিশ তার বাসা থেকে আটক করে।

ধর্মঘটের কারণে জেলার প্রধান পাঁচটি বাজার বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা ক্রেতারা পণ্য না পেয়ে বিপাকে পড়েছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, লিজ বাতিল ও আটক নেতার মুক্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।