ভারতের আবহাওয়া ভবনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশকে। কিন্তু সেই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে থেকে কেউ যোগ দিচ্ছে না। শনিবার (১১ জানুয়ারি) ভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা অনলাইন। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের আবহাওয়া দফতরের কর্তা জানিয়েছেন, তাদের পক্ষে কোনো প্রতিনিধি ভারতের আমন্ত্রণ রক্ষা করতে যেতে পারছেন না। এই বিদেশ ভ্রমণকে ‘অনাবশ্যক’ বলে মন্তব্য করেছেন তিনি। প্রতিবেদনে বলা হয়, ভারতীয় আবহাওয়া দফতর মৌসম ভবনের (আইএমডি) ১৫০ বছর উপলক্ষে একটি বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়েছে। তার নাম দেওয়া হয়েছে ‘অবিভক্ত ভারত’। এ প্রসঙ্গে ভারতের আবহাওয়া দফতরের এক কর্মকর্তা বলেন, ‘আমরা চাই এক সময়ের অবিভক্ত ভারতের অংশ সব দেশের প্রতিনিধি ১৫০ বছর উদযাপনে যোগ দেন।’ ইতোমধ্যে ভারতের ডাকে সাড়া দিয়েছে পাকিস্তান। আলোচনা সভায় তাদের প্রতিনিধি...
Developed by BDITHOST