মহল্লায় ভ্যান নিয়ে সস্তায় সবজি, ছাত্রদলের অভিনব বাজার উদ্যোগ। সময়ের জবাব ডেস্ক রিপোর্ট বাজারের চড়া দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ঠিক এই সময় স্বস্তির নিঃশ্বাস ফেলানোর মতো এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মহল্লায় ভ্যান গাড়ি নিয়ে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছেন তারা, যা বাজারের প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। এই উদ্যোগে বিপুল সাড়া মিলেছে সাধারণ মানুষের মধ্যে। আজ শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার শিক্ষক সমিতির মার্কেটের সামনে ছাত্রদলের উদ্যোগে ন্যায্যমূল্যের সবজি বিক্রির এ কার্যক্রম শুরু হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিন তুহিন এ কার্যক্রমের উদ্বোধন করেন। ছাত্রদলের সদস্যরা যখনই ভ্যানে করে সবজি নিয়ে কোন মহল্লায় ঢুকছে, তখনই ক্রেতাদের উপচে পড়া ভিড় জমছে। টাটকা সবজি কম দামে পেয়ে স্বস্তি...
Developed by BDITHOST