স্টাফ রিপোর্টার মোঃ মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড - এর ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরার " তিতাস-এ" মেকানিক্যাল মেইনটেইন্যান্স বিভাগের ফোরম্যান মেকানিক হিসেবে দীর্ঘ ৩২ বছর চাকুরি করে আসছে। কিন্তু অভিযোগ উঠেছে মোয়াজ্জেম হোসেনের চাকুরির স্থায়িত্ব নিয়ে উনার চাকুরির শেষ কর্ম দিবস ০২ জানুয়ারি২০২৫ সালে হলেও তিনি নিয়মিত ভাবে চাকরির করে যাচ্ছেন। এতে করে বিরূপ প্রতিক্রিয়া পড়েছে মোয়াজ্জেম হোসেনের সহকর্মীদের মধ্যে। মোয়াজ্জেম হোসেন অত্র কোম্পানিতে বিগত ০১-০১-১৯৯২ সালে চাকুরিতে যোগদান করেন। চাকুরিতে যোগদান কালে মোয়াজ্জেম হোসেন কোম্পানিতে জমাকৃত উনার অষ্টম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রে উনার জন্ম সাল ০৩-০১-১৯৬৮ ছিল। পর্বতীতে কোম্পানি কতর্পক্ষ ঐ সময়ের কিছু সংখ্যক কর্মচারীর প্রকৃত বয়স নির্ধারনের জন্য সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী বিজিএফসিএল কর্তপক্ষ কোম্পানির ডাঃ মহোদয়ের মাধ্যমে প্রশাসন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন।...
Developed by BDITHOST