রাজরেলস্টেশনের শাহী চেয়ার ভাংচুর সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। তারই ধারাবাহিকতায় রাজশাহী রেলস্টেশন থেকে কোন ট্রেন চলে নাই। রেলওয়ে রানিং স্টাফ ও কল্যাণ শ্রমিক ইউনিয়নের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা বাংলাদেশের মত রাজশাহী স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে কোনো ট্রেন ছেড়ে যায়নি। সকালে স্টেশনটি থেকে ৬ ট্রেন ছেড়ে যায় মধ্যে ৫টি আন্তঃনগর ও ১ টি লোকাল ট্রেন।ট্রেনগুলো হলো চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস, খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস, ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস, ঢাকাগামী বনলতা এক্সপ্রেস এবং ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ও রাজশাহী থেকে রহনপুরগামী লোকাল ট্রেন। কোনটায় ছেড়ে যায়নি। ট্রেনের যাত্রীরা সকালে স্টেশনে এসে ট্রেনগুলো বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে স্টেশনে সংরক্ষিত যাত্রীদের বসার চেয়ার গুলোভাঙচুর করেন। পাশাপাশি দুইজন স্টাফকে আটক করে বেধড়ক মারধর করেন। যাত্রীরা বলেন, টিকেট বিক্রি করে পূর্বঘোষণা ছাড়ায় ট্রেন বন্ধ রাখায় তারা ভোগান্তিতে...
Developed by BDITHOST