সরাইলে মাইক্রো স্ট্যান্ডের শ্রমিক-মালিকদের হামলায় তিন ছাত্র প্রতিনিধি আহত স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাকবিতণ্ডার জেরে মাইক্রোস্ট্যান্ডের শ্রমিক-মালিকদের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি আহত হয়েছেন। গতকাল রোববার রাতে সরাইল-নাসিরনগর সড়কের উচালিয়াপাড়া মোড়ে মাইক্রো স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ মোয়াজ্জেম, ইরফান খান ও আলিফ মাহমুদ নাহিদ। আহতরা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দশটার দিকে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকায় একটি মোটরসাইকেলকে একটি মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা মাইক্রোবাসটির পিছু নিয়ে উচালিয়াপাড়া মাইক্রো স্ট্যান্ডে দেখতে পেয়ে এটি আটক করে। খবর পেয়ে ছাত্র প্রতিনিধিরা সেখানে গিয়ে পুলিশকে খবর দেয়। এ সময় ছাত্র প্রতিনিধিরা মাইক্রোবাসটিকে আটক করে থানায় নিয়ে যেতে পুলিশকে অনুরোধ করেন। এনিয়ে মাইক্রো স্ট্যান্ডের লোকজন ক্ষুব্ধ হয়ে ছাত্র প্রতিনিধিদের...
Developed by BDITHOST