সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান স্টাফ রিপোর্টার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেরর মাঠ পর্যায়ের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণের গ্রেড উন্নতীকরণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি দিয়েছে জেলায় কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ। আজ রবিবার বিকেলে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। কর্মকর্তারা প্রথমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এবং পরবর্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। তবে জেলা প্রশাসক না থাকায় স্থানীয় সরকার বিভাগরে উপ-পরিচালক শঙ্কর কুমার বিশ্বাস স্মারকলিপিটি গ্রহন করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ...
Developed by BDITHOST