সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধিনস্থ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় অপরাধ রোধকল্পে মতবিনিময় ও জনসচেতনতা মূলক সভার আয়োজন করেছে বিজিবি। গত ২১ জানুয়ারী হতে ২৭ জানুয়ারী ২০২৫ তারিখ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটলিয়ন ৩৩ বিজিবি অধিনস্থ পদ্মশাখরা কুশখালী তলুইগাছা কাকডাঙ্গা হিজলদী ও চান্দুড়িয়া বিওপির দ্বায়িত্বপূর্ণ এলাকার কোম্পানি এবং বিওপি কমান্ডারগনের নের্তৃত্বে সীমান্তবর্তী স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় অবৈধ অনুপ্রবেশ চোরাচালান নারী ও শিশু পাচার রোধ করা সহ বিভিন্ন সীমান্ত অপরাধ বিষয়ে স্থানীয় জনগণকে সতর্ক ও প্রেষনা প্রদান করা হয়। এছাড়া মাদক হতে যুব সমাজকে রক্ষা করতে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় স্থানীয় মসজিদের ইমাম, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণসহ তিন চার শ জন উপস্থিত ছিলেন। সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা বজায়...
Developed by BDITHOST