ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের দিনে আগুনে পুড়ে কোটি টাকার ক্ষতি।
- Update Time : ০৬:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
- / ১৯০ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের দিনে আগুনে পুড়ে কোটি টাকার ক্ষতি
শাহনেওয়াজ শাহ্, স্টাফ রিপোর্টার
সবাই ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ পড়ছেন। এদিকে বাজরে আগুন লেগে ব্যাবসায়ীদরে স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। নামাজের মধ্যেই অনেকের মোবাইল ফোনে রিং বাজতে শুরু করে। নামাজের সালাম ফিরিয়ে ফোন রিসিভ করে শুনতে পায় বাজার আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তৎক্ষনাৎ দৌড়ে আসে আগুনের ভয়াবহ অবস্থা দেখে অনেকই হতভম্ব। খবর পেয়ে তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নেরধদ তোফায়েল নগর বাজারে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ টাকা ও মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, ধারণা করা যাচ্ছে কাপড়ের দোকানের আইরনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কাজী মনিরুল ইসলামের ফার্মেসি, লোকমান টেইলার্স, কালু টেইলার্স, জাহাঙ্গীর ফার্মেসি, আবু জাহেরের মুদি দোকান ও একটি সবজির দোকানসহ মোট ৬টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।
বিজয়নগর ফায়ার স্টেশনের স্টেশন লিডার মোঃ মোশারফ হোসেন মিয়াজি জানান, খবর পেয়ে ঈদের নামাজ না পড়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ১ ঘন্টা ৫০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।










