ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন ইঞ্জিনিয়ার শ্যামল
- Update Time : ১০:৩৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ৪১ Time View
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রমে নতুন গতি এসেছে। দলটির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের দপ্তরে গিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সার্বিক উন্নয়নই তাঁর রাজনৈতিক অঙ্গীকার। তিনি আরও জানান, জনগণের রায় পেলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
দলীয় নেতারা আশা প্রকাশ করে বলেন, ইঞ্জিনিয়ার শ্যামলের অভিজ্ঞতা ও জনপ্রিয়তা আসন্ন নির্বাচনে বিএনপিকে শক্ত অবস্থানে নিয়ে যাবে। মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হলো।









