অপারেশন ডেভিল হান্টে চট্টগ্রামে দেশীয় অস্ত্র উদ্ধার পুরো দেশের মত অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে এক যুবককে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কর্ণফুলী মার্কেট সংলগ্ন সারিয়াপাড়া বরফকল এলাকার একটি টিনশেড ভবনের চালা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। অভিযানে আটক যুবকের নাম ইউসুফ শান্ত (২৪)। নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে। সেটার নিয়ন্ত্রণ নিতেই অপারেশন ডেভিল হান্টের আওতায় শান্তকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যমতে আমরা অভিযান চালিয়ে একটি একনলা দেশীয় বন্দুক উদ্ধার করেছি। অস্ত্রটি সে তার বাসার টিনের চালার ভেতরে সুকৌশলে লুকিয়ে রেখেছিল।’...
Developed by BDITHOST