ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে প্রচুর পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার।
- Update Time : ০৯:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / ১৩৭ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে প্রচুর পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার।
নিজস্ব প্রতিবেদন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাড়িতে পূর্ব বিরোধের জের ধরে নতুন করে দেশীয় অস্ত্র মজুদ করছে, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে তাহার দিক নির্দেশনায় এসআই মনির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নাজিরাবাড়িতে শুক্রবার বিকালে অভিযান পরিচালনা করেন , অভিযানের সময় বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
উদ্ধারকরা অস্ত্র গুলোর মধ্যে রয়েছে ট্যাডা, বল্লম, এক কাইট্রা, রামদা সহ আরো অন্যান্য দেশীয় অস্ত্র। গত ফেব্রুয়ারী মাসের প্রথম দিকে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে এতে বেশ কয়েকজন আহত হয়েছিল। এরি ধারাবাহিকতায় নতুন করে আবার ও সংঘর্ষের পরিকল্পনা করে এই সব দেশীয় অস্ত্র মজুদ করেছিলেন উভয় পক্ষ।
এবিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রওশন আলীকে জিজ্ঞাসা করিলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিজয়নগরে যেখানেই দেশীয় অস্ত্রে অনুসন্ধান পাওয়া যাবে সেইখানেই অভিযান পরিচালনা করা হবে, তিনি আরো বলেন, এসব অভিযান অব্যাহত রাখিয়া অস্ত্র উদ্ধারের মাধ্যমে বিজয়নগরে সংঘর্ষের মত দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে মনে করেন।










