হাদি হত্যায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র: খুনি ফয়সাল দুবাই নয়, ভারতে আত্মগোপনে—ডিবির কঠোর বার্তা
- Update Time : ০১:৫৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ১৩ Time View
ছবি; সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে পলাতক খুনি ফয়সাল দুবাইয়ে অবস্থান করছেন—এমন প্রচারকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, হত্যাকারী ফয়সাল বর্তমানে ভারতে আত্মগোপনে রয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, “হাদি হত্যার খুনি ফয়সাল দুবাইয়ে নেই। তদন্তে পাওয়া নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ অনুযায়ী সে ভারতে অবস্থান করছে। দুবাইয়ের গল্প সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত।”
ডিবি প্রধান আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফয়সালের ভিডিও বার্তা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে প্রাথমিক বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে—ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নয়। ফয়সালের দেওয়া তিনটি ভিডিওতেই এআই ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। ফরেনসিক রিপোর্ট এখনো হাতে না এলেও প্রাথমিক তদন্তেই ভিডিওগুলো আসল বলে নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, “ভিডিও আসল হলেই ফয়সাল নির্দোষ—এমন কোনো সুযোগ নেই। ভিডিও বার্তা দিতে পারলেও তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ আমাদের হাতে রয়েছে।”
ডিবি প্রধানের ভাষ্য অনুযায়ী, শহীদ শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে। এই নৃশংস হত্যার নির্দেশদাতা হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত এক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পীর নাম উঠে এসেছে। হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের একটি চেষ্টার অংশ।
ভিডিও নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি প্রসঙ্গে শফিকুল ইসলাম বলেন, “অপরাধীরা তদন্ত ভিন্ন খাতে নিতে মিথ্যা তথ্য ছড়ায়। ফয়সালও সেই পুরনো কৌশলই নিয়েছে। কিন্তু ডিবি বিভ্রান্ত নয়।”
এদিকে, ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট এবং রিউমর স্ক্যানার পৃথক বিশ্লেষণে জানিয়েছে—ফয়সালের প্রায় চার মিনিটের ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়। প্রতিষ্ঠানগুলোর মতে, এত দীর্ঘ ও ধারাবাহিক ভিডিও বর্তমান অধিকাংশ এআই টুলের সক্ষমতার বাইরে। ভিডিওতে দেখা মুখভঙ্গি ও অভিব্যক্তিও ফয়সাল করিমের বাস্তব চেহারার সঙ্গে পুরোপুরি মিলে যায়।
তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলো স্পষ্ট করেছে, ভিডিও আসল হলেও ফয়সাল কোথায় অবস্থান করছে—তা ভিডিও দেখে নিশ্চিত করা যায় না।
ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে আন্তর্জাতিক যোগাযোগ জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টা দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ও আপসহীন ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।









